দৈনিকশিক্ষাডটকম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব করেছে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বছরের প্রথম দিনে সোমবার সকাল থেকে নাসিরনগর উপজেলার বিভিন্ন স্কুলে স্কুলে বই উৎসবের শামিল হয় হাজার হাজার শিক্ষার্থী।
এদিন উপজেলার ১২৬ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৪টি কিন্ডারগার্টেন, ১১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭টি মাধ্যমিক ও মাদরাসায় বিনামূল্যের বই বিতরণ করা হয়।
সকাল ১০টা নাসিরনগর শিশু কাননের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূইঁয়া। এরপরই নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক (বালিকা) বিদ্যালয়ে নতুন বই তুলে দেন ইউএনও মোহাম্মদ ইমরানুল হক ভূইঁয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজাহারুল হুদা, কবীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা।