দৈনিকশিক্ষাডটকম, নীলফামারী : উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো নতুন বছরের প্রথম দিন সোমবার শীতের সকালে নীলফামারী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষাথীরা।
সোমবার সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রদের এবং নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণির ছাত্রীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আখতার, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনি কান্ত রায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফিসহ সব শিক্ষকরা।
এছাড়াও প্রতিটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়েও বিভিন্ন আয়োজনের মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরে নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান দিতে সব শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
প্রধান অতিথি জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাথীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবক সকলেই আনন্দিত।