রাজধানীর গুলশান এলাকার নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সোমবার দুপুর ১২টা থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইনিভার্সিটিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। মিছিল নিয়ে তারা নতুন বাজার এলাকায় জড়ো হয়। এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর মন্তব্যের কঠোর সমালোচনা করে। একই সঙ্গে নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবি করে নানা শ্লোগান দেন।
অবরোধের কারণে রামপুরা থেকে বিশ্বরোড পর্যন্ত দুই দিক থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। সোমবার বিকেল ৩টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টার দা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেয়। পরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। কিছুক্ষণ পর পর এক পক্ষের শিক্ষার্থীরা অপর পক্ষকে ধাওয়া দেয়। সংঘর্ষের পর উপাচার্যের বাসভবনের সামনের সড়কেও অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন আন্দোলনকারীরা। এসময় কোটা সংস্কার নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।