শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, গুজবে কান দেবেন না। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নিয়ে যাবে। আজ শনিবার ইডেন মহিলা কলেজের সার্ধশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে নোট গাইড বই ও কোচিং ব্যবসায়ীরা এক ধরনের অপপ্রচার চালাচ্ছে। এটি নিয়ে এই মঞ্চে বিস্তারিত বলার সুযোগ নেই। দয়া করে তথ্যগুলো সংগ্রহ করবেন, আমরা নানান মাধ্যমে সঠিক তথ্য ব্যবহার করার চেষ্টা করছি। কোনো গুজবে কান দেবেন না। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নিয়ে যাবে।
শিক্ষামন্ত্রী বলেন, ১৮৭৩ খ্রিষ্টাব্দ থেকে ১৮ একর জায়গাতে অসংখ্য নারী ইডেন উচ্চশিক্ষা নিয়েছেন। এই প্রতিষ্ঠানের উজ্জ্বলতম প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের অগ্রযাত্রায় আজকে বাংলাদেশ যে জায়গায় আছে সেজন্যে এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।
আমরা আমাদের শিক্ষাকে সর্বস্তরেই বিশ্বমানে উন্নীত করতে চাই। আমরা শেখ হাসিনার হাতেই যুগোপযোগী একটি শিক্ষানীতি পেয়েছি, সেটাকে আরো যুগোপযোগী করার পরিকল্পনা করছি।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক উপমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমসহ আরো অনেকে বক্তব্য দেন।