নতুন শিক্ষাক্রমের প্রথম ধাপের প্রশিক্ষণ নিতে না পারা দ্বিতীয় ব্যাচের শিক্ষকদের প্রশিক্ষণ আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী শিক্ষকরা।
বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপ-পরিচালক ড. মোনালিসা খান দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, যেসব উপজেলায় একসঙ্গে সব ব্যাচের প্রশিক্ষণ হয়নি সেসব উপজেলার অবশিষ্ট ব্যাচগুলোর শিক্ষকদের প্রশিক্ষণ আমরা শুক্রবার থেকে শুরু করবো। ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা পাঁচদিনে প্রশিক্ষণ পাবেন।
এদিকে একাধিক জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, সব জেলায় প্রথম ব্যাচে সব শিক্ষককে প্রশিক্ষণ দেয়া যায়নি। যেসব শিক্ষককে নানা কারণে প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেয়া যায়নি, সেসব শিক্ষকদের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে। আর যেসব শিক্ষক প্রশিক্ষণের জন্য তথ্য দিয়েও বাদ পড়েছেন তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তাদের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। তাদেরও প্রশিক্ষণ দেয়া হবে।
রাজধানীর মতিঝিল থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশতাক আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের থানার দ্বিতীয় ব্যাচের শিক্ষকদের প্রশিক্ষণ শুক্রবার থেকে খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।
জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসাগুলোর সব শিক্ষক নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন। তবে, প্রথম ধাপের সব শিক্ষকদের সব ব্যাচের প্রশিক্ষণ শুরু করা যায়নি। যারা প্রথম ব্যাচে প্রশিক্ষণে অংশ নিতে পারেননি তারা দ্বিতীয় ধাপে অংশ নেয়ার সুযোগ পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।