নতুন শিক্ষাক্রমের বিষয়ে অনলাইনে গত শনিবার ও গতকাল রোববার—এই দুই দিনে প্রায় সোয়া তিন লাখ মাধ্যমিক শিক্ষককে এক ঘণ্টা করে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সোয়া দুই লাখের মতো শিক্ষক অংশ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
অবশ্য মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, যেসব শিক্ষক গত দুই দিনে এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারেননি, তাঁরাও করতে পারবেন। আজ সোমবার থেকে চলতি মাসজুড়েই তাঁরা নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স করতে পারবেন।
উল্লেখ্য, রেকর্ড করা এ প্রশিক্ষণ কোর্স যেকোনো সময় করার সুযোগ আছে।
কথা ছিল এ মাসে বিষয়ভিত্তিক সব শিক্ষককে সশরীর পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়ে নতুন শিক্ষাবর্ষ (২০২৩) থেকে তিনটি শ্রেণিতে (প্রথম, ষষ্ঠ ও সপ্তম) নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এ শিক্ষাক্রম চালু হবে। কিন্তু পথরেখা অনুযায়ী শিক্ষকদের সেই প্রশিক্ষণ দিতে পারেনি মাউশি। এ জন্য মাধ্যমিকের শিক্ষকদের অন্তত বিষয়ভিত্তিক এক ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে সেটিও সব শিক্ষক করতে পারেননি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।