নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন প্রতিষ্ঠান প্রধানরাও। মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চার দিনের প্রশিক্ষণ দেয়া হবে। ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় প্রতিষ্ঠান প্রধানরা প্রশিক্ষণ পাবেন। আগামীকাল বুধবার (২৯ মার্চ) থেকে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। এদিন সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নতুন শিক্ষাক্রম নিয়ে সারা দেশের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন কারিকুলাম নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, আগামীকাল বুধবার (২৯ মার্চ) থেকে ঢাকার কেরানীগঞ্জ, কোতয়ালী, লালবাগ, ধানমণ্ডি, মিরপুর, কাফরুল, শাহআলী, গুলশান ও রমনা শিক্ষা থানার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানদের প্রশিক্ষণ দেয়া হবে। এ থানাগুলোর ২৮৪ জন প্রতিষ্ঠান প্রধান প্রশিক্ষণ পাবেন। ২ এপ্রিল পর্যন্ত তাদের প্রশিক্ষণ চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা জেলা শিক্ষা অফিসের বিপরীতে মডেল একাডেমিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একই ভ্যেনুতে প্রশিক্ষণ নেবেন সাভার, দোহার, শ্যামপুর, মোহাম্মদপুর, পল্লবী, বাড্ডা, ক্যান্টনমেন্ট শিক্ষা থানার ২৮৩ জন প্রতিষ্ঠান প্রধান। আর ৭ থেকে ১০ এপ্রিল একই ভ্যেনুতে অনুষ্ঠিত হবে ধামরাই, নবাবগঞ্জ, উত্তরা, ডেমরা ও মতিঝিল শিক্ষা থানার অন্তর্ভুক্ত ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।