নীলফামারীতে নতুন শিক্ষাক্রমের বিষয়ে প্রশিক্ষক তৈরির চলমান ছয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মো. আখতারুজ্জামন। শুক্রবার প্রশিক্ষণ পরিদর্শনে এসে শিক্ষকদের সঙ্গে নতুন কারিকুলাম বিষয়ে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তারা।
নীলফামারী জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে গত ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নীলফামারী ও পঞ্চগড় জেলার বিষয়ভিত্তিক ১৬৫ জন শিক্ষক নিয়ে নতুন এ কারিকুলামে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়। এ প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকরা উপজেলা পর্যায়ের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ দেবেন।