গণহত্যার বিচার ও নতুন শিক্ষাক্রম বাতিলসহ নানা দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা জাতীয় শিক্ষক ফোরাম। শনিবার বিকেলে প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানায় সংগঠনটি। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে এবং নিহত শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান।
এ সময় বক্তারা বলেন, জুলাই মাস ছাত্র-জনতার বিজয়ের মাস। হাজারো ছাত্র-জনতার তাজা রক্ত ও জীবনের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দুর্নীতি, দুঃশাসন মুক্ত করতে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা শিক্ষানুরাগী আলহাজ ডাক্তার মো. সিরাজুল ইসলাম সিরাজী।
তিনি বলেন, আমরা লক্ষ করেছি, দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন, ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর শিক্ষা কারিকুলাম-২০২১ চালু করেছে। এই কর্মসূচি বন্ধ করতে হবে।
মানববন্ধন সঞ্চালনা করেছেন জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর জলিল।
এ সময় আরো বক্তব্য দেন, প্রভাষক মাওলানা মো. আল আমিন, মো. মনির হোসেন খান, মাওলানা রুম্মান, গাজী আল আমিন, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল, হাফেজ মাওলানা ইবরাহীম আল হাদী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহসহ অন্যান্য দায়িত্বশীলরা।