প্রচলিত শিক্ষাক্রমের অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ পেয়েছেন। তারা মুখস্ত বিদ্যার শেকল ভেঙে প্রকৃতি ও পরিবেশের সীমাহীন জ্ঞানরাজ্যের সন্ধান পেয়েছেন। এখন আনন্দঘন পরিবেশে শিক্ষার মুক্ত দিগন্ত তাদের সামনে উন্মোচিত হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা, তাদের চিন্তা দক্ষতা ও তাদের বোধশক্তির জাগরণের মাধ্যমে একবিংশ শতাব্দির বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে।
দেশজুড়ে শিক্ষার এ অগ্রযাত্রার সম্মুখসেনা নিঃসন্দেহে শিক্ষকরা । প্রতিষ্ঠান পর্যায়ে এ শিক্ষাক্রমের বাস্তবায়ন ঘটাবেন প্রতিষ্ঠান প্রধানরা। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ প্রতিষ্ঠান প্রধান নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কলাকৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারনা অর্জনের মত কোন প্রশিক্ষণ পাননি। তারা শুধু মাত্র ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’ অনলাইন প্রশিক্ষণটি করেছেন। ফলে নতুন শিক্ষাক্রম সম্পর্কে তারা কোন সুস্পষ্ট ধারণা অর্জন করতে সক্ষম হননি।
যদিও মুষ্টিমেয় প্রতিষ্ঠান প্রধান স্বপ্রণোদিত হয়ে নতুন শিক্ষাক্রমের ওপর বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ নিয়েছেন, তবু তা যথেষ্ট নয়। কাজেই প্রতিষ্ঠান পর্যায়ে নতুন শিক্ষাক্রম সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের সশরীরে প্রশিক্ষণ গ্রহণ একান্ত জরুরি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
লেখক : বাসুদেব পাল, প্রধান শিক্ষক, আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়, মোংলা, বাগেরহাট