দৈনিকশিক্ষা প্রতিবেদক: নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড প্রস্তুতের অ্যাপ নৈপুণ্য নিয়ে শিক্ষকদের ২৯টি প্রশ্নের উত্তর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ৮ নভেম্বর এ অ্যাপটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অধিদপ্তর বলছে, এ অ্যাপ নিয়ে সচরাচর বেশকিছু প্রশ্ন উদ্ভব হচ্ছে। সে প্রশ্নগুলোর উত্তর সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতির তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের জন্য ‘নৈপুণ্য’ নামের অ্যাপটি উন্নয়ন করা হয়েছে। এটুআইয়ের কারিগরি সহায়তায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর দায়িত্বে রয়েছে। ইতোমধ্যে এর গাইডলাইন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য নৈপূণ্য নিয়ে প্রশ্ন ও অধিদপ্তরের পাঠানো উত্তর তুলে ধরা হলো।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।