দৈনিক শিক্ষাডটকম, বরিশাল: বরিশালে নতুন শিক্ষাক্রম সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. লোকমান হাকিম প্রচলিত শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত সংশোধন, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় দূর করা, হিজড়াদের অধিকারের নামে ট্রন্সজেন্ডারকে প্রমোট করা বন্ধ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে আরো বক্তব্য দেন মোহাম্মদ জাকির হোসাইন, নিজাম উদ্দিন, কাউসারুল ইসলাম, মো. আহসান হাবিব, জাহিদুল ইসলামসহ অনেকে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।