দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমের ওপর প্রশিক্ষণ পাবেন শিক্ষা কর্মকর্তারাও। এসইডিপি প্রোগ্রামের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিংয়ে ওপর আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দুই দিনের এ প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণ আয়োজনে শিক্ষা কর্মকর্তাদের তথ্য চেয়েছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম।
শিক্ষা কর্মকর্তাদের তথ্য চেয়ে স্কিম থেকে আঞ্চলিক পরিচালকদের চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার চিঠিটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
স্কিম পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত চিঠিতে অঞ্চল, জেলা, কার্যালয়ের নাম উল্লেখ করে কর্মকর্তার নাম, পদবি, পিডিএস আইডি, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, ব্যাংক হিসার, ব্যাংকের নাম, রাউটিং নম্বর চাওয়া হয়েছে আঞ্চলিক পরিচালকদের কাছে।
আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে এক্সেল ফাইল ফরমেটে ইমেইলে ([email protected]) ঠিকানায় পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।