নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৫ হাজার প্রতিষ্ঠান প্রধান

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

নতুন শিক্ষাক্রমের ওপর সারাদেশের ২৫ হাজার ৫৬৪ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষণ পাবেন। আজ বুধবার থেকে দেশের ৬৪টি জেলায় প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি জেলায় তিনভাগে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মাধ্যমিক পর্যায়ের সব স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের চার দিনের প্রশিক্ষণ দেয়া হবে। 

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নতুন শিক্ষাক্রমের ওপর প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষক কার্যক্রম কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারাদেশের ২৫ হাজার ৫৬৪ জন প্রতিষ্ঠান প্রধান যাদের এ প্রশিক্ষণ হবে, তাদের সবাই এ শিক্ষাক্রম সুষ্ঠু ও যথাযথভাবে বাস্তবায়নে আপনাদের দায়িত্ব আন্তরিকতা ও সততার সঙ্গে পালন করবেন। আমি বিশ্বাস করি আপনারা আমাদের প্রত্যাশাকে অতিক্রম করে যাবেন। আমরা এ শিক্ষাক্রমকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ্।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শংকর। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে প্রশিক্ষণরত প্রধান শিক্ষকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। 

জানা গেছে, জেলায় জেলায় তিন ধাপে প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত প্রথাম ধাপ, ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপ ও ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE   করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003328800201416