দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন যোগাদান করা সচিব ড. ফরিদ উদ্দিন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন সচিব ড. ফরিদ উদ্দিন। এসময় তিনি মাদরাসা শিক্ষা ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে সুস্পষ্ট ধারণা নেন ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান। অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সিরাজুল ইসলাম, অজয় কুমার চক্রবর্তী, বেগম শাহনওয়াজ দিলরুবা খানসহ মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তারা এবং বিএমটিটিআই ও সরকারি মাদরাসার অধ্যক্ষরা।
অনুষ্ঠানে প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মো. আবু নঈম মাদরাসা শিক্ষা ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। আর প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা অতিথিদের সামনে তুলে ধরেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।