নদ নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, নেত্রকোণায় বন্যার শঙ্কা

নেত্রকোণা প্রতিনিধি |

গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরে সোমেশ্বরী ও উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কলমাকান্দা উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী, গুমাই ও গণেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। 

সোমবার সকালে উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুরের দিকে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া জেলার সোমেশ্বরী, কংস ও ধনু, ধনাইখালী নদীসহ অন্যান্য নদ নদীর পানি ও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কলমাকান্দা উপজেলা নিবার্হী কর্মকর্তার আসাদুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমরা সব ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ-খবর নিচ্ছি। জরুরি হটলাইন নম্বর খোলা হয়েছে। শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কয়েকদিনের পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘর বন্যার পানিতে প্লাবিত হয়নি। আমরা খবরাখবর রাখছি, আমরা বন্যা মোকাবেলায় শুকনো খাবারসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রেখেছি।

এদিকে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুয়েল সাংমা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আশপাশের এলাকায় পানি ডুকতে শুরু করেছে, তবে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান বন্যার পরিস্থিতি হয়নি। উপজেলার নিচু অঞ্চলগুলোতে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত রয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলাম বলেন, বারহাট্টা উপজেলায় কংশ নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় আশপাশের এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কলমাকান্দার উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। সারাদিনের বৃষ্টিতে পানি বেড়েছে। হাওরাঞ্চলের খালিয়াজুরীতে একেবারে নীচু এলাকায় কিছু পানি গেলেও কোনো বাড়িঘরে পানি ঢুকেনি।

তিনি আরও জানান, গত দুই দিনে জেলায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদি বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকে তাহলে কিছু নীচু এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাহাড়ি ঢলের সঙ্গে টানা বৃষ্টি হলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পানি বাড়লে কোনো এলাকা প্লাবিত হলে তা মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সভা করে প্রস্তুতি নেয়া হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। যথেষ্ট পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা - dainik shiksha শিক্ষক আত্মগোপনে দায়িত্বে ছাত্ররা ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027389526367188