নদী দখল করে মায়ের নামে কলেজ গড়েন সাবেক মন্ত্রী রাজ্জাক

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ২০১৫ খ্রিষ্টাব্দে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজটি তার মায়ের নামে প্রতিষ্ঠা করেন। মুশুদ্দি গ্রামে বৈরান নদীর প্রায় ২০০ একর জায়গা দখল করে কলেজটি স্থাপন করা হয়। 

মুশুদ্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাহাবুব বলেন, ‘আমাদের মুশুদ্দি গ্রামের বৈরান নদীটি ছিল প্রবহমান। আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী ড. রাজ্জাক তার মায়ের নামে কলেজ করে নদীটি দখল করে রেখেছেন। বৈরান নদী ঝোপনা গ্রামের ত্রি-মোহনা হয়ে মুশুদ্দি সানদারবাড়ি, কামারপাড়া, কসাইবাড়ি, হাদিরা হয়ে গোপালপুর প্রবাহিত হয়েছিল। নদীতে বাঁধ দিয়ে দখল করার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে কাইলাচড়া বন্ধ, ফুলবাড়ি বন্ধ, চাটকি বিল, সুতারিপুড়ি বিল, কাহিলাপুড়ি বিল কয়ড়া হয়ে হাইক্কা বিলে পানি নামা বন্ধ রয়েছে।’

মাহাবুব আরো বলেন, ‘পানি প্রবাহ বন্ধ থাকার কারণে মুশুদ্দি কামাড়পাড়া, বাইন্দাপাড়া, গোনাভাতকুড়া, ভাতকুড়া, ফুলবাড়ি, কয়ড়া, আটাপাড়া, চরপাড়া, চরধলি ও খাসপাড়া এলাকায় ২০ হাজারের বেশি কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নদী দখলের মতো হীন কাজটি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার ভাই আবু কায়ছারের প্রত্যক্ষ মদদে হয়েছে। ঝোপনা থেকে দরিচন্দ্র বাড়ি বাঁধ দেওয়া প্রায় আধা কিলোমিটার নদী উদ্ধার করে স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনার জন্য দাবি জানাচ্ছি।’ 

এদিকে রাজ্জাকের ভাই মুশুদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু কায়ছার বলিভদ্র এলাকায় শত শত একর কৃষিজমি মাটি ভরাট করে দখলে নিয়েছেন। তিনি সেখানে কারখানা করবেন।

স্থানীয় কৃষকরা বলেন, কায়ছার চেয়ারম্যান এলাকাবাসীর কাছ থেকে জমি কেনার কথা বলে জমি নিয়ে আর টাকা দেননি।

বলিভদ্র গ্রামের মতি মণ্ডল বলেন, ‘আমার কৃষিজমি দখল করেছেন কায়ছার চেয়ারম্যান। তার মন্ত্রী ভাইয়ের প্রভাব খাটিয়েছেন। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।’

মোস্তফা নামের আরেকজন কৃষক বলেন, ‘আমার সংসার চালাই কৃষিকাজ করে। আর সেই জমি কায়ছার চেয়ারম্যান দখল করে নিয়ে নিছে। আমরা তার বিরুদ্ধে মানববন্ধনও করেছি। কিন্তু তার ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন, এই কারণে তাদের ক্ষমতার সামনে আমরা টিকতে পারিনি। আমরা কিছুই পাই নাই। আমাকে টাকা দেবে বলেছিল। কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও দেয়নি।’

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান বলেন, ‘আমরা গিয়ে দেখব কী অবস্থা। তারপর আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী ছিলেন। অভিযোগের বিষয়ে তার ও তার ভাইয়ের মন্তব্য জানা সম্ভব হয়নি।


পাঠকের মন্তব্য দেখুন
এমপিওভুক্তির নতুন আদেশ জারি - dainik shiksha এমপিওভুক্তির নতুন আদেশ জারি জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর শিক্ষা প্রশাসনে বড় বদলি - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় বদলি কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন - dainik shiksha কুবির বঙ্গবন্ধু হল ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি - dainik shiksha ডিআইএ পরিচালক কাজী কাইয়ুম শিশিরকে বদলি সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনে শহীদদের স্মরণসভা সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0052061080932617