তিস্তা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ হয়েছেন দুজন কলেজ শিক্ষার্থী। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টিকটক ভিডিও তৈরি করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নামেন ওই দুই শিক্ষার্থী। এরপর থেকে তাদের খোঁজাখুঁজি চলছে।
নিখোঁজ হওয়া ওই দুই শিক্ষার্থী হলেন নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া (১৮) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ (১৯)। তারা দুজনেই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারের পাশে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন ছয়জন। দুপুরের দিকে চারজন ওপরে উঠে এলেও মুন্না ও নাইস তলিয়ে যান। তারা টিকটক করতেই তিস্তা নদীতে নেমেছিলেন বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।