নরসিংদীর রায়পুরা উপজেলায় ‘মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে গৃহীত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) রায়পুরা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে রাজি উদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, কল্পনা রাজি উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থসহ আরো অনেকে বক্তব্য দেন।