বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা পর্যন্ত পদত্যাগের সময় বেধে দিয়েছেন তারা। তবে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ক্যাম্পাসের ৮ নম্বর গেইটের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ শেষে এ আলটিমেটাম দেন।
শিক্ষার্থীরা জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাকারী ও ফ্যাসিজমের সমর্থক এবং কলুষিত রাজনীতির পৃষ্ঠপোষক ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম ও প্রক্টরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অধ্যাপক আতিকুল ইসলাম দেশের প্রথম তৃতীয় মেয়াদে ভিসি হিসাবে দায়িত্ব পালন করছেন। যা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন নজীর নেই। তিনি আওয়ামী সরকারের একজন দালাল হিসেবে পরিচিত।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা খুবই লজ্জিত এবং ব্যথিত এ কারণে যে, আমাদের ভিসি ও প্রক্টরসহ ফ্যাসিবাদের সমর্থক ছিলেন। তারা ছাত্র-জনতাকে নির্যাতনকারীদের পক্ষে ছিলেন। আমরা চাই অবিলম্বে ভিসি ও প্রক্টর পদত্যাগ করুক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিপ অফ সিকিউরিটিকে পদত্যাগ করতে হবে।
আন্দোলনের সময় তারা কোনো ছাত্র-ছাত্রীদের পাশে ছিলেন না। বিশেষ করে ২৫ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত। এখন তিনি নানাভাবে পরিস্থিতি নরমাল করার চেষ্টা করছেন।