চতুর্থ ধাপে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর উপহার দিয়ে ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সারাদেশের ১৫৯টি উপজেলার সাথে ঝালকাঠি এ দুটি উপজেলাকে প্রধানমন্ত্রী ভূমি ও গৃহহীন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
গতকাল বুধবার বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সে অনুষ্ঠান ঝালকাঠির ভূমিহীন মুক্ত নলছিটি ও রাজাপুর উপজেলায় সরসারি সম্প্রচার করে উপজেলা প্রশাসন।
উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়। গত ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে চতুর্থ ধাপে রাজাপুর উপজেলায় ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০টি ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ এ ঘর উপহার দেয়া হয়। এদিকে প্রধানমন্ত্রীর এ উপহারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা উপকার ভোগীরা। যাদের এতদিন কোনো ঠিকানা ছিলোনা, স্থায়ীভাবে আশ্রয় পেয়ে তাদের আনন্দের আর সীমা নেই। তাই সবারই কন্ঠে ছিলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
ঝালকাঠিতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ সেমিপাকা ঘর পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। চতুর্থ ধাপে ঝালকাঠিতে ৪২৩টি পরিবার পেয়েছে এই ঘর।
সরকারের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় নির্মিত ৮২টি, রাজাপুরে ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০টি ঘর বিতরণ করা হয়। এর আগে গত বছর জেলার কাঠালিয়া উপজেলাকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।