ঝালকাঠি জেলার নলছিটির বরিশাল-ঝালকাঠি সড়কে বাসের সঙ্গে থ্রি-হুইলারের (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছে। নলছিটি থানার ওসি মোরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৫ জুন) দিনগত রাত পৌনে একটায় নলছিটি উপজেলার শ্রীরামপুর বাজার নামক স্থানে সাকুরা পরিবহনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী।
ওসি মোরাদ আলী বলেন, ওই রাতে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ঘটনাস্থল থেকে যাওয়ার সময় দুর্ঘটনা কবলিত সিএনজি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
নিহত আল-আমিনের বন্ধু মিন্টু জানান, যাত্রী নিয়ে আল আমিন বরিশাল থেকে ঝালকাঠি যায়। সেখান থেকে এক বৃদ্ধকে নিয়ে ফিরছিলো। শ্রীরামপুর বাজারে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী সাকুরা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে।