জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, নারীদের কর্মক্ষেত্রে সাবলম্বী হতে হবে। এবং আইনাঙ্গনে নারীদের বিচরণ বাড়াতে হবে। এজন্য তাদের পরিশ্রম করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি দেয়ার অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপাচার্য আরো বলেন, যেকোনো কাজ থেকে বিরতি ও অব্যাহতি শব্দ দুইটা আলাদা। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন থেকে আমাদের বিরত থাকতে হবে। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শব্দের তারতম্য আমাদের বুঝতে হবে। ফেসবুকে অতি উৎসাহী এক্টিভিটিস্টরা এটিকে গুলিয়ে ফেলে কনফ্লিক্ট তৈরি করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি বলেন, একসময় বিচার বিভাগে নারীদের নেয়া হতো না। আইনে এটা ছিলো না। এটা চেঞ্জ করেন বঙ্গবন্ধু। আইন পরিবর্তন করে তিনি বলেন সবাই এই পেশায় আসতে পারবেন।
অনুষ্ঠানে আইন অনুষদের দুই বিভাগের দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বৃত্তি দেয়া হয়। প্রত্যেককে ১২ হাজার টাকার চেক ও একটি বই তুলে দেন অতিথিরা।
এ সময় অ্যাডভোকেট তপন বিহারী নাগ উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি তৃণমুল পর্যায়ের একজন উকিল। গত চল্লিশ বছর থেকে এ পেশায় আছি। আমি যা অর্জন করেছি তার দশ ভাগ আমার ছেলেমেয়ের জন্য রেখে বাকি নব্বই ভাগই সব দান করে দিয়েছি।
অনুষ্ঠানে আইন বিভাগের প্রভাষক মাহমুদা আমীর ইভা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ এবং সমাপনী বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার। এসময় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।