আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তবে তারা বেশিরভাগই স্বল্প শিক্ষিত। আর এ কারণে অনেকক্ষেত্রেই তাদের স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়েছে।
রোববার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন আয়োজিত পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী সুরক্ষায় ‘স্মার্ট ফ্যামিলি প্লানিং’ সেবা দিতে মাঠকর্মীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানের প্রধাান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, ঝালকাঠি পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০ জন মাঠকর্মী প্রধান অতিথির হাত থেকে উপহার হিসেবে ট্যাব গ্রহণ করেন।