দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্যের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুজন কর্মকর্তার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
খুরশীদ আলম বলেন, কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্য নিয়ে দুদকের যে দুজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন: তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা
জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্য নিয়ে কয়েক বছর আগে সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে।
তদন্ত শেষে অর্থের বিনিময়ে ওই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় দুদকের দুজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। বিষয়টির সত্যতা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
তা ছাড়া শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য ভিন্ন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।