দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সুপারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতির মাধ্যমে তিনটি পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।
এই নিয়োগপ্রাপ্তদের বাদ দিয়ে নিয়োগ পরীক্ষার খাতা পুনরায় যাচাই-বাছাইয়ের দাবিতে মো. আকরাম হোসেন নামের একজন নিয়োগপ্রার্থী গতকাল বুধবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আজাদ আলী কবিরাজ ও সুপারিনটেনডেন্ট মো. আবুল হোসেন পরস্পর যোগসাজশে ঘুষ গ্রহণ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির মাধ্যমে গত ৩০ মার্চ উপজেলার হাট কালুপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। আমার কাছ থেকে সভাপতি ও সুপারিনটেনডেন্ট ১৫ লাখ টাকা দাবি করেন।
আমি ১০ লাখ টাকা সভাপতি ও সুপারকে দিই এবং তাহাদের কথামতো পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমার পরীক্ষাও ভালো হয়। কিন্তু আমাকে পরীক্ষায় পাস না করিয়ে আলমগীর হোসেনের কাছ থেকে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে নিয়োগ দেন, যোগ করেন আকরাম হোসেন।
আমাকে নিয়োগ না দেয়ায় আমার টাকা সভাপতি ও সুপারের কাছে ফেরত চাইলে ‘আজ নয় কাল নয়’ বলে টালবাহানা করে বর্তমানে পলাতক অবস্থায় আছেন। এমতাবস্থায় আমি এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
অভিযোগের ব্যাপারে জানতে মাদরাসা সুপার মো. আবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার সভাপতি আজাদ আলী কবিরাজ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা ভিত্তিহীন। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।