রাজধানীসহ দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। আক্রান্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। তাই ডেঙ্গু প্রতিরোধে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দফা নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে এসব নির্দেশনা মানেনি ৩১৫ শিক্ষাপ্রতিষ্ঠান, যা উঠে এসেছে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার জরিপ থেকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে যেসব প্রতিষ্ঠান মাউশির নির্দেশনা মানেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ডেঙ্গু রোগের ঝুঁকিতে রয়েছেন। কারণ এসব প্রতিষ্ঠানে এডিস মশা প্রজননের সুযোগ রয়েছে।
মাউশি সূত্র জানায়, ২৭ জুলাই মাউশি মাঠপর্যায়ের পরিদর্শনকারী কর্মকর্তাদের ডেঙ্গুর বিস্তাররোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করে তথ্য পাঠানোর নির্দেশ দেয়। এ নির্দেশের আলোকে গতকাল রোববার পর্যন্ত ২ হাজার ৩৫৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করে তথ্য পাঠিয়েছেন কর্মকর্তারা।
জরিপের তথ্য বলছে, নির্দেশনা মানেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৮টির খেলার মাঠ ও ভবনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন নেই, ১৬৬টির মাঠ কিংবা ভবনের কোথাও জমে রয়েছে পানি, ৫২টি দ্রুত পানিনিষ্কাশনের উদ্যোগ নেয়নি, আর ২৩টির ফুলের টবগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন নেই।
এ ছাড়া ১৭টি প্রতিষ্ঠানে ফুলের টব পরিষ্কার-পরিচ্ছন্ন করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ১১টি এডিস মশার প্রজননের সুযোগ আছে এমন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেনি। এ ছাড়া ২৮টির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে অবহিত করেননি।