দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করায় ঝালকাঠিতে এক বিএনপি নেতাকে শোকজ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওয়ারেচ আলী খান নামের ওই নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে শোকজ নোটিশে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশে জবাব দিতে তাকে ২৪ ঘন্টা সময় বেধে দেয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপি নেতা ওয়ারেচ আলী খান বলেন, জেলা সদরের পোনাবালিয়া ইউনিয় পরিষদে আমি দুইবার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। এলাকায় আমার কর্মী ও সমর্থক রয়েছে। তাদের অনুরোধেই আসন্ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। আর এ কারণ উল্লেখ করে কেন্দ্রের করা শোকজের জবাবও বুধবার পাঠিয়েছি।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আইনজীবী শাহাদাৎ হোসেন বলেন, শোকজের একটি কপি আমিও হাতে পেয়েছি। দলীয় সিদ্ধান্ত না মেনে ওয়াচের আলী খানের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি আমাদের হতবাক করেছে। এটি চরম অসাংগঠনিক এবং ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ ছাড়া আর কিছুই নয়।
প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. ফারুক হোসেন খান। বিএনপি নেতা ওয়ারেচ আলী খানসহ আরো ২জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।