নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দৈনিকশিক্ষা প্রতিবেদক:  নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের বিভিন্ন মহল থেকে ‘ভালো নির্বাচন’ হওয়ার আশ্বাস পেয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।  

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমাদের একটি দাবি ছিল সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যাতে একটি ভালো পরিবেশ সৃষ্টি হয়, যাতে মানুষের আস্থা থাকে, তাহলেই জাতীয় পার্টি নির্বাচন করবে এবং নির্বাচনে থাকবে।

‘এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন মহলের আশ্বাসে আমাদের মোটামুটি একটা আস্থা এসেছে যে, নির্বাচনটা তারা ভালো মতো করতে চায়। এ লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহয়তা করে যাচ্ছে এবং তারা আমাদেরও প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচনটা যাতে ভালোভাবে হয়, সেজন্য যা যা সহযোগিতা লাগে তারা সেটা করবে। এ কারণে আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে জাতীয় পার্টির সব নেতা-কর্মীকে অনুরোধ করছি, এই নির্বাচনে আমরা অংশ নেবো। ’

নির্বাচন যাতে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মুজিবুল হক ‍চুন্নু বলেন, আমরা আশাবাদী, এই নির্বাচনে মানুষ গণতন্ত্রকে রক্ষা করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নেবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে সব ‘অপচেষ্টা’ দূর করে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারবো। এই লক্ষ্যে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি এবং আমাদের সব প্রার্থীকে চিঠি দিয়ে জানানো হবে, আগামীকাল তারা যেন প্রতীক বরাদ্দ নেন, তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২৮৩টি আসনে নির্বাচন করবো। তবে কিছু কিছু আসনে আমাদের কৌশল থাকতে পারে, সেটা আপনারা জানতে পারবেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের তার কার্যালয়ে পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

আসন্ন ভোটে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে একাধিকবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর জাপার শীর্ষ নেতৃত্ব এ সভায় বসে।

ওই বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগের আসন সমঝোতা হয়েছে এবং নির্দিষ্ট আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, তার দল জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের ৩২টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির জন্য ২৬টি আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0028119087219238