ভোট বর্জনের ঘোষণা দেওয়া কোনো দলকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে মধ্যস্থতা করার সুযোগ সংবিধান দেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে, সেটা রাজনৈতিক বিষয়, সেটা সংবিধানেও উল্লেখ আছে। এ বিষয়ে ইসির কথা বলার সুযোগ নেই।
আজ সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি দাবি পূরণ না হলে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়ে রেখেছে। অন্যদিকে সরকার বলছে, ভোটে কেউ না আসতে চাইতে পারে। বিএনপি না এলেও অনেক দল ভোটে আসতে প্রস্তুত।
সব দল ভোটে না এলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে কি না- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল। সবাই তো অংশগ্রহণ করবে না। কেননা ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর কোনো প্রভাব নির্বাচন কমিশনের কাজে পড়ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ওই বিষয়ের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের কোনো সম্পর্ক নেই। এটা রাজনীতিবিদদের বিষয়। রাজনীতিবিদদের সঙ্গে আলাপ করছেন। ইসি নিজেদের কাজ করছে।