নির্যাতনকারীদের বিচার একদিন আমরাই করব: ছাত্রদল সভাপতি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে শিগগিরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত আসছে। এসব সিদ্ধান্ত এক ও ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে। তবেই বেগবান ও সফল হবে সরকারবিরোধী আন্দোলন। 

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের এক কর্মী সম্মেলনে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য গড়ে তুলেছে। এ পরিস্থিতিতে সরকার ও সরকারের মদতপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ছাত্রদল। আমাদের যেসব নেতাকর্মীকে নির্যাতন গুম করা হয়েছে, আমরাই একদিন তার বিচার করব, ইনশাআল্লাহ। শুধুমাত্র সময়ের অপেক্ষায় রয়েছি।’

এসময় রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ‘অচিরেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে ছাত্রদল। যেদিন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, সেদিন চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশে লড়াই সংগ্রামে শহীদ হয়েছে, তাদের বীর হিসেবে আখ্যায়িত করা হবে। তাদের রক্তের বিনিময়ে হলেও সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে।’

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন নাছির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম। জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ আলী রাজা। সভায় ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা - dainik shiksha তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা - dainik shiksha জাল সনদেই সরকারকে হাইকোর্ট, নয় শিক্ষক অবশেষে ধরা মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি - dainik shiksha মা*রা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার - dainik shiksha ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন মোখবার এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক - dainik shiksha এমপিওভুক্ত হচ্ছেন ৩ হাজার শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0078549385070801