ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থিত নীলক্ষেত হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সুরমান আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং অনিয়মের অভিযোগ উঠেছে।
রোববার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে তার পদত্যাগের দাবিতে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলে, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন, এমনকি অভিভাবকদের সঙ্গেও। তিনি তুচ্ছ কারণেই যে কোনো সময়ে যে কাউকে বহিষ্কার করেন। স্কুলে খেলাধুলার সুযোগও দেন না তিনি।
স্কুলের এক নারী শিক্ষার্থী জানায়, স্কুলের কম্পিউটার রুমের কম্পিউটারগুলো নষ্ট বহুদিন ধরেই, কোনো পদক্ষেপ নেননি প্রধান শিক্ষক।
আন্দোলনের বিষয়ে কয়েকজন অভিভাবক বলেন, আমাদের সন্তানদের নিয়ে স্কুলে আসার পর আমরা একটু বসতে পারি না, আমাদের বসার জায়গার ব্যবস্থা নেই। বাচ্চাদের ক্লাসরুমেও ফ্যান নেই, তারা বসে থাকতে পারে না। প্রধান শিক্ষক এগুলোকে গুরুত্বই দেন না। তিনি অভিভাবকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন না। আমরা তার পদত্যাগ চাই।