নীলফামারীতে জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে পুরস্কার ও সনদ দেয়া হয়েছে।
উপজেলা হতে চ্যাম্পিয়ন হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বালক-বালিকা দলের চূড়ান্ত বাছাই পর্বের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।গতকাল শনিবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিনোদা রানী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার, কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
সমাপনী দিনে বিকেলে বর্ণিল সাজে মাঠে বালিকা ফুটবল খেলায় ডোমার বালিকা উচ্চ বিদ্যালয় ও নীলফামারী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এর মধ্যকার খেলায় টাইব্রেকারে ডোমারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে বালক দলের খেলায় জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নীলফামারী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এবং জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।