ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত মেধাবী উল্লেখ করে এসময় তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। সেই ধারাবাহিকতায় পঞ্চগড়েও পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা দায়িত্ব ও সন্মানের সঙ্গে পালন করতে চাই। তার বিশ্বাস ও আস্থা যেন অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে সব সময় সতর্ক থাকবো।
সাদ্দাম হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দনকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দেবো।
পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট সহ পঞ্চগড় প্রেস ক্লাবের সিনিয়র গণমাধ্যেম কর্মীরা বক্তব্য রাখেন। পরে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।