প্রখ্যাত ভাষাবিদ ও অধিকারকর্মী নোয়াম চমস্কি স্ট্রোকে আক্রান্ত হয়ে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী ভ্যালেরিয়া চমস্কি বিষয়টি নিশ্চিত করে করেছেন।
১২ জুন ভ্যালেরিয়া সংবাদমাধ্যম এপিকে একটি মেইল করেন ভ্যালেরিয়া চমস্কি। সেখানে তিনি জানান, গত বছর যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হন চমস্কি। সেই সময় অ্যারিজোনায় চিকিৎসাও নিয়েছেন চমস্কি। পরবর্তী সময় অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে ব্রাজিলে নেওয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
চমস্কির শারীরিক অবস্থা নিয়ে ১০ জুন বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ব্রাজিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে এস পাওলো। ওই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন ভ্যালেরিয়া। প্রতিবেদনে বলা হয়, চমস্কির কথা বলতে সমস্যা হচ্ছে। স্ট্রোকের কারণে তার শরীরের ডানপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও ফুসফুস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চমস্কির চিকিৎসা চলছে।
ভ্যালেরিয়া জানিয়েছেন, অসুস্থ শরীর নিয়েও চমস্কি গণমাধ্যমে চোখ রাখেন। গাজায় চলমান যুদ্ধের খবরাখবর রাখছেন। গাজার শোচনীয় পরিস্থিতি দেখে পরিতাপ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে চমস্কি সমাদৃত। অধিকারকর্মী ও সমালোচক হিসেবেও তিনি বেশ প্রভাবশালী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য আমেরিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অনুগত গণমাধ্যমের বড় সমালোচক তিনি। বিশ্বে তার বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন।