দৈনিক শিক্ষাডটকম, নোবিপ্রবি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো যায়।
অফিস আদেশে বলা হয়, গত ২১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় দূষণীয় কাগজপত্র (নকলের উপাদান) আনা এবং তা থেকে দেখে লেখার কারণে বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং একজন শিক্ষার্থী দুই বছরের বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।
জানা যায়, কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে ইইই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী, আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী, বিএমবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ফিমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন সহ মোট আটজনকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষাসহ এক বছরের জন্য এবং এসিসিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষাসহ দুইবছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান রিমন বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অভিযুক্ত নয়জন শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।