গাজীপুরের কালিয়াকৈরের নৌকা ভ্রমণে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম হোসেন নামের এক শিক্ষার্থী নিখোঁজ এবং ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মকস বিলের তালতলি এলাকায়। নিখোঁজ শিক্ষার্থী সিয়াম হোসেন(২০)উপজেলার মাঝুখান গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, উপজেলার মাঝুখান গ্রামের এনামুল হকের ছেলে সজিব(২৩), একই গ্রামের সিরাজুলের ছেলে অয়ন হোসেন (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম,(২৫)একই উপজেলার বড়চালা গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহিন মিয়া (২১)। স্কুলের প্রতিষ্ঠাতা মো. সেলিম হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরুজা আক্তার ঝুমুর আক্তার (৩০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সেলিম স্কুলের বর্তমান, প্রাক্তন ও শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার মকশ বিলে নৌকা ভ্রমনে নিয়ে বের হয়। তারা নৌকা নিয়ে বেড়ানোর পর সন্ধ্যায় বাড়ী ফিরছিল। ফেরার পথে নৌকার ছাদে থাকা শিক্ষার্থীরা গানের সাথে নাচানাচি করার সময় উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় একজন নিখোজ এবং ৬ জন আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তবে সিয়াম হোসেন নামের শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
স্কুলের পরিচালক মো. সেলিম হোসেন বলেন, স্কুলের শিক্ষার্থী এবং শিকক্ষদের নিয়ে নৌকা ভ্রমণে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তারে জড়িয়ে একজন নিখোঁজ এবং ৬ জন আহত হয়।
কালিয়াকৈর দমকল বাহিনীর ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান জানান, টঙ্গী থেকে আসা একদল ডুবুরি দল নিখোঁজ ছাত্রকের উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া আমরা বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করছি।