নৌকাবাইচ দেখে বাড়ি ফেরা হলো না মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুই স্কুলছাত্রের। উপজেলার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবিতে লাশ হয়ে ফিরেছে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম (১৭)। গতকাল সোমবার ভোরে নদীতে ভাসমান অবস্থায় সিফাতের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার সকালে ওয়াসিমের লাশ উদ্ধার হয়।
গত শনিবার বিকেলে নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাতিলঝাপে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহত সিফাত সিংগাইর উপজেলার শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে এবং ওয়াসিম লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তারা দুজনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জের পাতিলঝাপে কালীগঙ্গা নদীতে পাশর্^বর্তী সিংগাইর থেকে সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু ট্রলার নিয়ে বাইচ দেখতে যায়। নৌকাবাইচ চলাকালে প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এ সময় সিফাত ও ওয়াসিম নিখোঁজ হয়। রোববার সকাল ১০টার দিকে ওয়াসিমের লাশ উদ্ধার করে ডুবুরি দল। গতকাল সোমবার ভোর ৬টার দিকে সিফাতের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় স্বজনরা উদ্ধার করেন।
নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শেষ করে। সোমবার সকাল ৭টার দিকে সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।