দৈনিকশিক্ষাডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের নামে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহের একটি আদালত। গত ২৪ নভেম্বর দায়ের করা মামলায় গরহাজির থাকায় আদালত বুধবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম ইসির নির্দেশে এই মামলাটি করেন।
মামলার অন্য দুই আসামী হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুইটি মামলায় (শৈল-সিআর ৫৫০ ও ৫৫১) আব্দুল হাইসহ তিনজন আদালতে হাজির হওয়ার কথা থাকলে তারা গরহাজির ছিলেন। ফলে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারা মোতাবেক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বিষয়টি নিশ্চত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় আসামীদের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর মামলা করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে আরো দুইটি মামলা চলমান রয়েছে।
এদিকে আব্দুল হাইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানান, ইসির দায়ের করা মামলায় জামিন নিতে বুধবার তিনি হাইকোর্টে ছিলেন। ফলে উচ্চ আদালত থেকে জামিন পেলেও যথাসময়ে আদালতের রিকল ঝিনাইদহের নিম্ন আদালতে পৌছায়নি। এ কারণে গরহাজির দেখিয়ে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।