দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : খুব দ্রুত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
চেয়ারম্যান জানান, ‘এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এজন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। শূন পদের তথ্য সংগ্রহের পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’
তিনি আরও বলেন, ‘গতকাল শিক্ষামন্ত্রী আমাদের দপ্তরে এসেছিলেন। শিক্ষক সংকট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছেন। আমরাও চাচ্ছি দ্রুত শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে। আশা করছি এপ্রিলের আগেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’
প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর কমপক্ষে চারটি গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। মন্ত্রীর নির্দেশনাগুলো নিয়ে মঙ্গলবার সারাদিন ব্যস্ত ছিলেন এনটিআরসিএর কর্তারা।