সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাত হাজার চারশ’র বেশি পদে শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে আরও শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ করে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শাহ রেজওয়ান হায়াত দৈনিক আমাদের বার্তাকে বলেন, নিয়োগের অনুমোদন পেলেও এখনই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না।
সম্প্রতি প্রাথমিকের সাত হাজার চারশর বেশি শিক্ষক নিয়োগের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে জানান, ওই পদগুলোতে নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। এ নিয়োগ হবে বিভাগভিত্তিক।
তখন অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছিলেন, উর্দ্ধতনদের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু সে অবস্থান থেকে সরে এসেছে অধিদপ্তর। এখন পদ বাড়িয়ে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে।