প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
শাহ রেজওয়ান হায়াত গত ২৯ আগস্ট তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান। এরআগে তিনি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন। গ্রেড-১ পদটি সচিব পদমর্যাদার।
রাষ্ট্রপতির আদেশে অধিশাখার উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমারকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা সবাই আগে সরকারের অতিরিক্ত সচিব ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।