দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ৭১১ জন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা সবাই শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে কর্মরত। তাদের পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ৭১১ জন প্রভাষককে সহকারী অধ্যাপককে পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে। প্রচলিতভাবে এবারও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক পদোন্নতি দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪৭ জন, আরবির ১ জন, আরবি ও ইসলামী শিক্ষার ১০ জন, ইসলামী শিক্ষার ২৯ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৪১ জন, ইংরেজির ৫১ জন, ইতিহাসের ২৯ জন, উর্দুর ১ জন, উদ্ভিদবিদ্যার ৩৬ জন, কম্পিউটার শিক্ষার ১ জন, কৃষিবিজ্ঞানের ৪ জন, খাদ্য ও পুষ্টির ১ জন, গার্হস্থ্য অর্থনীতির ৪ জন, পালির ১ জন, বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্পের ১ জন, সংগীতের ইতিহাসের ১ জন, হাদীসের ১ জন, গণিতের ৪৩ জন, দর্শনের ৩৬ জন, পদার্থবিজ্ঞানের ৩৯ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৩ জন, বাংলার ৫৭ জন, ব্যবস্থাপনার ৪২ জন, ভুগোলের ১১ জন, মার্কেটিংয়ের ১২ জন, মৃত্তিকবিজ্ঞানের ২ জন, মনোবিজ্ঞানের ৫ জন, রসায়নের ৪১ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৫০ জন, সমাজকল্যাণ ও সমাজকর্মের ১৬ জন, সমাজবিজ্ঞানের ১১ জন, সংস্কৃতের ২ জন, হিসাববিজ্ঞানের ৪৫ জন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ৩ জন রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
পদোন্নতি পাওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।