দৈনিক শিক্ষাডটকম, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আবারো শিক্ষক লাঞ্ছনার অভিযোগ উঠেছে প্রোভিসির ব্যক্তিগত কর্মকর্তা মো. সামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ডাইনিং কক্ষে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী সহকারী অধ্যাপক নজরুল ইসলাম শিক্ষক সমিতির কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল গত শনিবার ডাইনিংয়ে শিক্ষক নজরুল ইসলামকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অন্য শিক্ষকদের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীকালে তাকে মেরে ফেলার হুমকিও দেন রাসেল।
এ ছাড়াও অভিযুক্ত রাসেল অন্য শিক্ষকদের উপেক্ষা করে তাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
অভিযুক্ত রাসেল বলেন, শেখ তানজিলা দোলার সঙ্গে নজরুলের বিভাগীয় বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়। দোলা আমার আত্মীয় হওয়ায় আমি নজরুলকে তার সঙ্গে কোনো ঝামেলা না করার জন্য অনুরোধ করি। পরে এই বিষয়ে তার সঙ্গে কথা কাটাকাটির সৃষ্টি হয়। তবে মারামারির বিষয়টি অস্বীকার করেন তিনি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ঘটনা পরবর্তী ভুক্তভোগী শিক্ষক আমাকে মুঠোফোনে বিষয়টি অবগত করেছেন। আমরা শিক্ষক সমিতি একটি সাধারণ সভা আহ্বান করেছি সেখানে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, এর আগেও অভিযুক্ত মো. সামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।