অবশেষে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৫৩ জন। গত বছরের ১৭ জানুয়ারি এ লিখিত পরীক্ষা নেয়া হয়েছিলো। এক বছরের বেশি সময় পর এ পরীক্ষার ফল প্রকাশিত হলো।
গতকাল রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
কমিশন জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
২০১৯ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শূন্য পদে ১০ম গ্রেডে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২০১৯ খ্রিষ্টাব্দের ২০ জুলাই এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেয়া হয় এবং ২০২১ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হয় গত বছরের ১৭ জানুয়ারি। রিট মামলার নিষ্পত্তি না হওয়ায় লিখিত পরীক্ষার ফল এত দিন আটকে ছিলো বলে জানা গেছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।