প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য ৩১৭ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০১৯ খ্রিষ্টাব্দের এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পর মঙ্গলবার পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, এসব স্কুলের ৩২৯টি পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও আদালতের নির্দেশে ১২টি পদ সংরক্ষণ করা হয়েছে। পরীক্ষণ বিদ্যালয়ের ১০ম গ্রেডের শিক্ষক নিয়োগ হচ্ছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীতে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোন উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে তার সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকুরিতে নিয়োগের পর এ ধরনের কোন তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকুরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শূন্য পদে ১০ম গ্রেডে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর সে বছরের ২০ জুলাই এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেয়া হয় এবং ২০২১ খ্রিষ্টাব্দের ৩ নভেম্বর বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হয় ২০২২ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি। পরে গত ২৬ ফেব্রুয়ারি পরীক্ষণ বিদ্যালয়ের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পর গত ২২ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয় পিএসসি।
জানা গেছে, বর্তমানে সারা দেশে ৬৫টি পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে ১০ম গ্রেডে ৫টি করে শিক্ষকের পদ রয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগে নির্বাচিত প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।