রংপুরের পীরগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না নিয়ে স্কুল বন্ধ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গত বুধবার উপজেলার পারুল ইউনিয়নের রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দিন চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা না নিয়েই প্রধান শিক্ষক লুৎফর রহমান বিদ্যালয়ে তালা লাগিয়ে ব্যক্তিগত কাজে চলে যান। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির এবং বেলা দেড়টা থেকে ৪টা পর্যন্ত ছিল চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা। কিন্তু রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালের পরীক্ষা অনুষ্ঠিত হলেও বিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষকেরা সকালের পরীক্ষা শেষে স্কুলে তালা লাগিয়ে বাড়ি চলে যান। এদিকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে স্কুল তালাবদ্ধ দেখে কান্নায় ভেঙে পড়ে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বেবি খাতুন বলেন, ‘প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। মাঝেমধ্যে এলেও চেয়ারে বসে বসে ঘুমান। তিনি নিজের খেয়ালখুশিমতো বিদ্যালয়ে আসেন আর যান।’
প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘আমার উপজেলা শিক্ষা অফিসে কাজ ছিল। তাই পরীক্ষার্থীদের আগে ডেকে পরীক্ষা নিয়ে চলে এসেছি।’ বিদ্যালয় তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষককে বেলা ১টার সময় উপজেলা চত্বরে পাওয়া গেছে। তিনি কাজটি ঠিক করেননি।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ওই শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’