২০২৩ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ১ থেকে ২ মাস পেছানো অথবা ৫০ নম্বরে নেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।
শিক্ষার্থীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হয়।
জানা গেছে, আগামী ১৭ আগস্ট শুরু হতে যাচ্ছে ২০২৩ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কিন্তু এবারের পরীক্ষার্থীদের তুলনামূলক কম সময় পেয়েও পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। আর এ জন্য তারা ব্যাপক মানসিক চাপে পড়েছেন বলে দাবি করছেন।
এদিকে, সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে পাশে অবস্থান নেওয়ার অনুরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা দাবি না মানলে সড়ক ছাড়বেন না বলে জানান। তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন।
এক শিক্ষার্থী বলেন, ‘সরকার রাজনৈতিক অস্থিরতা ও আগামী নির্বাচনকে ঘিরে আমাদের পরীক্ষা আগে নিতে চাইছে। কিন্তু এটা সম্ভব না। এতো কম সময়ে আমরা ভালো রেজাল্ট করতে পারব না। তাই হয় ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, না হয় ২ মাস পরীক্ষা পিছিয়ে দিতে হবে।’
পরীক্ষার্থীদের দাবি, তুলনামূলক কম সময় পেয়েও পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে তাদের। ফলে ব্যাপক মানসিক চাপে পড়েছেন তারা। এজন্য সিলেবাস কমানো অথবা পরীক্ষা ১ থেকে ২ মাস পেছানোর দাবি তাদের।
পরীক্ষার্থীদের দাবি, তুলনামূলক কম সময় পেয়েও পূর্ণ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে তাদের। ফলে ব্যাপক মানসিক চাপে পড়েছেন তারা। এজন্য সিলেবাস কমানো অথবা পরীক্ষা ১ থেকে ২ মাস পেছানোর দাবি তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।