পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের সাহিত্যমেলায় নিলেন শিক্ষকরা

রংপুর প্রতিনিধি |

রংপুর বিভাগীয় কমিশনারের নির্দেশে পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের ‘সাহিত্য সম্মেলনে’ যোগদানে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে নগরীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বুধবার (১৪ জুন) সকালে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক। 

তার স্ট্যাটাস থেকে জানা যায়, পরীক্ষা বাদ দিয়ে রংপুর বিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে যেতে বাধ্য করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে চলছিল বিভাগীয় সাহিত্যমেলা। অধ্যাপক মাহমুদুল হকের সন্তানের পরীক্ষা ছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু সে ওই অনুষ্ঠানের দর্শক।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুল হক মোবাইল ফোনে বলেন, ছেলের পরীক্ষা ছিল তিন ঘণ্টা। কিন্তু এক ঘণ্টা পরীক্ষা নিয়ে শিল্পকলা একাডেমিতে বিভাগীয় সাহিত্যমেলার প্রোগ্রামে নিয়ে গেছে স্কুল কর্তৃপক্ষ। বিভাগীয় কমিশনার চিঠির মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। অন‍্যান‍্য শ্রেণির পরীক্ষার্থীদেরও নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ‘ডিসির প্রোগ্রাম বলেন আর বিভাগীয় কমিশনারের প্রোগ্রাম বলেন, এ ধরনের প্রোগ্রামে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া বেআইনি। কোনোভাবেই শিক্ষা কার্যক্রম বাদ দিয়ে একজন শিক্ষার্থীকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারে না। তার ওপর তাদের আজ (বুধবার) অর্ধবার্ষিক পরীক্ষা ছিল, তা সত্ত্বেও বাচ্চাদের স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বা বাধ্য করা হয়েছে, এটা একবারেই বেআইনি।’

অভিযোগের বিষয়ে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব মোবাইল ফোনে বলেন, ‘বিভাগীয় সাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। যেহেতু সাহিত্যবিষয়ক অনুষ্ঠান, সেহেতু আমার কাছে ছাত্রছাত্রীদের চাওয়া হয়েছিল। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের আজ (বুধবার) অর্ধবার্ষিক মূল্যায়ন ছিল, এটা পরীক্ষা না। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল আর কিছু নয়।’

এ বিষয়ে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, ‘বিষয়টি অবশ্যই আইনসংগত নয়। সম্পূর্ণ বিষয়টি আমি জানি না। জেনে ব্যবস্থা নেয়া হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028889179229736