পরীক্ষার দাবিতে রাবি শিক্ষার্থীদের আন্দোলন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের ডিস-কলিজিয়েট হওয়া ৩১ শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়ায় বিভাগের সভাপতির কক্ষে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১ম তলায় বিভাগের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি পেশ করেন। দাবিসমূহের মধ্যে রয়েছে- মাস্টার্সের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা, সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে অনতিবিলম্বে নতুন করে মাস্টার্স পরীক্ষা ঘোষণা করা, মাস্টার্সের পূর্ণাঙ্গ সিলেবাস প্রদান করা, সকল কোর্সের জন্য পর্যাপ্ত ক্লাস গ্রহণ, শিক্ষকদের খেয়ালখুশিমতো ক্লাস নেওয়ার অপসংস্কৃতি বন্ধ করা, ফরম পূরণের জন্য কমপক্ষে এক সপ্তাহ সময় দেওয়া এবং বিভাগের উন্নয়ন ফি বাবদ অতিরিক্ত ফি প্রত্যাহার করা।

এদিকে বিভাগ সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের মোট ৪৪ শিক্ষার্থীর মধ্যে ৩১ জন শিক্ষার্থী ডিস-কলিজিয়েট হয়। বাকি ১৩ জনের পরীক্ষা আজকে রোববার ১২২নং কক্ষে শুরু হয়। এ সময় পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থীরা রুমের গেটে লাথি মারতে থাকে এবং ফোকলোর বিভাগের গেটে তালা ঝুলিয়ে বিভাগের সভাপতিকে সরকারবিরোধী আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে প্রক্টর ড. আসাবুল হকের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি এসে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পরে সভাপতির সঙ্গে প্রক্টরিয়াল বডি আলোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করে।

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩১ জন শিক্ষার্থী ডিস-কলিজিয়েট হয়েছে। তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ায় তারা আন্দোলন করেছে। তাদের মধ্যে অনেকেই এক দিনও ক্লাস করেনি। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আমাদের একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ - dainik shiksha ঢাকা বোর্ডে জিপিএ-৫ বেড়েছে ২০০ ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ - dainik shiksha ‘আহতদের আমৃত্যু চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে’ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির - dainik shiksha ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করার পরামর্শ ইউজিসির পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা - dainik shiksha পুরনো পদ্ধতিতে ফিরছে বৃত্তি পরীক্ষা কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ - dainik shiksha জাবির প্রশাসনিক ভবন থেকে ‘শেখ মুজিবের’ ছবি অপসারণ ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা - dainik shiksha ইএফটি সংক্রান্ত নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024139881134033